প্রযুক্তি জায়ান্ট অ্যাপল জানিয়েছে, এখন থেকে তাদের ‘অ্যাপল ম্যাপ’ মাইক্রোসফটের উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। খবর গিজমোচায়না।
খবরে বলা হয়, ওয়েবসাইটের মাধ্যমেই শুধু ডেস্কটপ ওয়েবব্রাউজারে অ্যাপল ম্যাপের পরিষেবাটি নেয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করবে না।
যদিও অ্যাপল মিউজিক অ্যান্ড্রয়েড ও উইন্ডোজে আগে থেকেই আছে, তবে সাধারণত কোম্পানিটির সফটওয়্যারগুলো তাদের নিজস্ব ডিভাইস ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় না।
ডিবিটেক/বিএমটি