ফ্ল্যাগশিপ ডিভাইসের পর এবার এন্ট্রি লেভেলের ডিভাইসেও ইন্টেলিজেন্স ফিচার আনতে কাজ করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। খবর টেকটাইমস।
খবরে বলা হয়, বাজেট আইফোন ও আইপ্যাড এমনকি চতুর্থ প্রজন্মের আইফোন এসইতেও অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে। এসব ডিভাইসে ব্যবহৃত হতে যাওয়া এ১৮ বায়োনিক চিপের কল্যাণে ডিভাইসগুলোতে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা।
তবে প্রযুক্তিবিদরা বলছেন, এন্ট্রি লেভেলের ডিভাইসে এ সুবিধা চালু হলেও, নতুন চিপসেটসহ বাজারে না আসলে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে না।
ডিবিটেক/বিএমটি