মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা আগামী বছর হিউম্যানয়েড রোবট উৎপাদন ও ব্যবহার শুরু করবে। বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মাস্ক বলেন, টেসলার গাড়ি নির্মাণে কাজ করার জন্য আগামী বছর ‘প্রকৃত উপকারী’ হিউম্যানয়েড রোবট উৎপাদন শুরু হবে। এরপর ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে এসব রোবট যা অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করা হবে।
মাস্ক আরও জানান, সাধারণ ব্যবহারের জন্যও হিউম্যানয়েড রোবট তৈরি করা হবে। এক্ষেত্রে প্রতিটি রোবটের দাম হবে ২০ হাজার ডলারেরও কম।
২০২২ সালে প্রথম হিউম্যানয়েড রোবট অপটিমাস প্রকাশ্যে আনে টেসলা। অপটিমাস প্রায় ১.৭ মিটার লম্বা এবং এর ওজন ৫৬ কেজি।
ডিবিটেক/বিএমটি