প্রযুক্তি জায়ান্ট অ্যাপল দাবি করেছে, অপর জায়ান্ট গুগল তাদের ক্রোম ব্রাউজারের মাধ্যেম সিসিটিভির মতো নজরদারি চালায়। গুগলের ব্রাউজারের প্রাইভেসি নিয়ে ক্ষুব্ধ অ্যাপল। তাই সার্চ ইঞ্জিন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইফোন নির্মাতা। এছাড়া ক্রোম ব্রাউজারের পরিবর্তে সাফারি ব্রাউজার ব্যবহার করার পরামর্শ দিয়েছে অ্যাপল।
দুই চির প্রতিপক্ষ অ্যাপল এবং গুগলের মধ্যে দুরত্ব যেন সময়ের সঙ্গে বেড়েই চলেছে। সম্প্রতি ক্রোম ব্রাউজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অ্যাপল। সংস্থার দাবি, ইউজারদের প্রাইভেসি নিয়ে গলদ রয়েছে ব্রাউজারে।
অ্যাপল বলছে, ক্রোম ব্রাউজারের বদলে ব্যবহার করুন সাফারি ব্রাউজার। উল্লেখ্য, এই মুহুর্তে ১৪০ কোটি ক্রোম ব্যবহারকারী রয়েছে সারা দুনিয়ায়। তার মধ্যে যারা আইফোন ব্যবহারকারী রয়েছেন, তাদের ক্রোম ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছে অ্যাপল।
আসলে সাফারি ব্যবহারকারীদের দ্রুত ক্রোম ব্রাউজারে স্থানান্তরিত করার চেষ্টা করছে গুগল। আর আইফোনে বেশিরভাগ সার্চ হয় সাফারি ব্রাউজারেই। এখানে ডিফল্ট অপশন হিসাবে থাকে গুগল সার্চ। সাফারি ব্রাউজারে গুগল সার্চ রাখার জন্য অ্যাপলের সঙ্গে চুক্তি করেছে অ্যালফাবেট।
পরিসংখ্যান বলছে, ৩০ শতাংশ আইফোন ব্যবহারকারীর ফোনে রয়েছে ক্রোম ব্রাউজার। গুগলের লক্ষ্য এটিকে ৫০ শতাংশ করার। আর তা চায় না অ্যাপল। কারণ এই সব ব্যবহারকারীদের থেকে একটা বিরাট অংশের রেভেনিউ পায় সংস্থাটি।
সাফারি নিয়ে অ্যাপলের দাবি
আইফোন প্রস্তুতকারক দাবি করেছে, সাফারি ব্রাউজার অনলাইন ট্র্যাকিং থেকে ইউজারদের নিরাপদ রাখে। ইউজার যখনই কোনও ওয়েবসাইটে ভিজিট করে তখনই তাঁর ডেটা ট্র্যাক করা শুরু হয়। সেই ডেটার উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানো হয়। কিন্তু অ্যাপল জানিয়েছে, তাদের ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন বা আইটিপি সিস্টেমের মাধ্যমে এই ডেটা ট্র্যাকিং আটকানো যায়।
ডিবিটেক/বিএমটি