বিলিয়নিয়ার ইলন মাস্ক তার রকেট কোম্পানি স্পেসএক্স ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সদর দপ্তর সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। মূলত নতুন আইনের কারণে এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ইলন মাস্ক স্পেসএক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেবেন। নতুন আইন অনুসারে, স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীরা সন্তানের অনুমতি ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছে শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না। সন্তানদের নিরাপত্তার জন্য আইনটিকে হুমকি হিসেবে দেখছেন মাস্ক।
এক্সের এক পোস্টে মাস্ক বলেন, এটি ধৈর্যের শেষ সীমা ছাড়িয়ে গেছে। পরিবার ও কোম্পানিকে উভয়কে আক্রমণ করে এই আইন। এ জন্য স্পেসএক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেবেন। সেই সঙ্গে এক্সের সদর দপ্তরও সানফ্রান্সিসকো থেকে অস্টিনে সরিয়ে নেবে।
তিনি আরও বলেন, আমি প্রায় এক বছর আগে গভর্নর নিউজমকে স্পষ্ট করে বলেছিলাম যে, সন্তানদের সুরক্ষার জন্য পরিবার ও কোম্পানিগুলোকে ক্যালিফোর্নিয়া ছাড়তে বাধ্য করবে এসব আইন।
এর আগে ২০২১ সালে টেসলার সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে অস্টিনে সরিয়ে নেন মাস্ক।
ডিবিটেক/বিএমটি