মাত্র কয়েকদিন আগেই বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির খেতাব পায় এনভিডিয়া। তবে কোম্পানিটির শেয়ারদর কমে যাওয়ার পর ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির অবস্থান ফিরে পেল মাইক্রোসফট। খবর বিবিসি।
গত মঙ্গলবার এনভিডিয়ার বাজারমূল্য দাঁড়িয়েছিল ৩ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার। কিন্তু দুই দিনের ব্যবধানে মূল্য কমে দাঁড়ায় প্রায় ৩ দশমিক ২২ ট্রিলিয়ন ডলারে। বর্তমানে মাইক্রোসফটের বাজারমূল্য ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বেশি।
এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল প্রতিটি কোম্পানির মূল্য ৩ ট্রিলিয়ন ডলারের বেশি। সামনে শীর্ষস্থান নিয়ে কোম্পানিগুলোর প্রতিযোগিতা আরো তীব্র হবে। তাদের পরবর্তী লক্ষ্য হলো ৪ ট্রিলিয়ন বাজারমূল্যের ঘর টপকে যাওয়া।
ডিবিটেক/বিএমটি