জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি তাদের থাইল্যান্ডের কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানানো হয়েছে। খবর নিক্কেই এশিয়া।
খবরে বলা হয়, থাইল্যান্ডের বাজারে গাড়ি বিক্রি কমে আসা ও পূর্ব এশিয়ার অন্যান্য কারখানার দিকে মনোযোগ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে সুজুকি।
২০০৭ সালে থাই সরকার ইকো-কার প্রকল্পের ঘোষণা দেয়। ওই প্রকল্পের সুবিধা নিয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় সুজুকি মোটর থাইল্যান্ড (এসএমটি)। পরের বছর জ্বালানিসাশ্রয়ী গাড়ি উৎপাদন শুরু করে এসএমটির কারখানা। যেখানে প্রতি বছর ৬০ হাজার ইউনিট গাড়ি উৎপাদন করা হয়। এর মধ্যে কিছু বিদেশে রফতানি করা হয়। তবে পরবর্তী সময়ে কারখানাটিতে উৎপাদন কমে আসে।
কোম্পানিটির প্রকাশিত তথ্যমতে, থাইল্যান্ডের কারখানাটি গত মার্চ পর্যন্ত এক বছরে মাত্র ৭ হাজার ৫০০ গাড়ি উৎপাদন করেছে। ফলে এখান থেকে সরে গিয়ে এশিয়া অন্যান্য দেশ ইন্দোনেশিয়া, জাপান ও ভারতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি