মুনাফালোভী ইসরাইলি রাজনৈতিক ব্যবসায়িক গোয়েন্দা সংস্থা (এসটিওআইসি) ইসরাইল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে শত শত ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে বসেছে। মেটা সেই অ্যাকাউন্টগুলো এরমধ্যেই বন্ধ করে দিয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা ৫১০টি ফেইক ফেসবুক অ্যাকাউন্টসহ ৩২টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিহ্নিত করেছে। এ অ্যাকাউন্টগুলো থেকে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছিল।
মেটা জানায়, এ অ্যাকাউন্টগুলো মূলত ইসরাইল-হামাস যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি বিষয়ক তথ্য প্রচার করতো। বেশিরভাগ পোস্টই ইংরেজিতে লেখা। সেখানে বিশেষ করে ইসরাইলি জিম্মিদের মুক্তির আহ্বান, ইসরাইলের সামরিক বাহিনীর প্রশংসা এবং জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার (ইউএনআরডব্লিউএ) সমালোচনা করা হতো।
এই অ্যাকাউন্টগুলোর মূলহোতা পেছনে থেকে ফেইক অ্যাকাউন্টগুলো ব্যবহার করছিল। এমনকি এরইমধ্যে এ অ্যাকাউন্টগুলোর জনপ্রিয়তা বাড়াতে তারা ভিয়েতনাম থেকে অপ্রমাণিত এনগেজমেন্ট কিনেছিল বলে মেটা জানিয়েছে।
মেটা ইসরাইলের তেলআবিবের এসটিওআইসি থেকে এ ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সন্ধান পাওয়ার পর সংস্থাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ডিবিটেক/বিএমটি