সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের এআই টুল কোপাইলটের সুবিধা এবার টেলিগ্রামে। হোয়াটসঅ্যাপের মতো এবার টেলিগ্রামেও কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার উপভোগ করা যাবে। কোপাইলট বট যোগ করতে চলেছে মাইক্রোসফট। টেলিগ্রাম চ্যাটে এবার এআই-কে দিয়েই করানো যাবে একাধিক কাজ।
হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে মাইক্রোসফটের সঙ্গে হাত মেলাল টেলিগ্রাম। মেসেজিং অ্যাপে পাবেন মাইক্রোসফটের নতুন এআই ফিচার কোপাইলট। টেলিগ্রাম ব্যবহারকারীরা এবার থেকে এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন করতে পারবেন। বিভিন্ন প্রশ্ন করতে পারবেন তাকে। ঠিক অন্য ব্যবহারকারী সঙ্গে মেসেজিং অ্যাপে যে ভাবে কথা বলেন, ঠিক সে ভাবেই এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা যাবে।
বর্তমানে মাইক্রোসফট কোপাইলট টেলিগ্রাম বেটা সংস্করণে রয়েছে। টেক সংবাদমাধ্যম দ্য ভার্জের রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই টেলিগ্রামে সমস্ত ব্যবহারকারীর কাছে এই ফিচার উন্মুক্ত হবে। ইতিমধ্যে এআই চালিত নানা চ্যাটবট এসে গিয়েছে ইন্টারনেটে।
ডিবিটেক/বিএমটি