ইন্দোনেশিয়ার বালিতে প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে একটি কমিউনিটি হেলথ সেন্টারে স্টারলিংকের উদ্বোধন করেছেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে রবিবার ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন তিনি। খবর এএফপি।
বিলিয়নিয়ার ইলন মাস্ক ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দেনপাসারের নাগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় ইন্দোনেশিয়ার সমুদ্র ও বিনিয়োগ বিষয়ক সমন্বয় মন্ত্রী লুহুত বিনসার পান্ডজাইতানের সঙ্গে হাঁটছেন।
স্পেসএক্সের স্যাটেলাইট থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহকারী স্টারলিংক দেশের দূরবর্তী প্রদেশগুলোকে সংযুক্ত করতে এবং সেখানকার শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নত করতে সহায়তা করবে বলে আশা করছে ইন্দোনেশিয়া।
চলতি মাসের শুরুর দিকে দেশটিতে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়েছে স্টারলিংক।
প্রেসিডেন্ট হিসেবে পরিচিত জোকো উইদোদো সক্রিয়ভাবে চাইছেন মাস্ক যেন বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইন্দোনেশিয়াকে একটি পছন্দের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে তাঁর এই প্রচেষ্টা।
সেপ্টেম্বরে জোকো উইদোদো বলেছিলেন, বৈদ্যুতিক গাড়ির বাজারে মন্দা সত্ত্বেও ইন্দোনেশিয়া এখনও দেশের ক্রমবর্ধমান ব্যাটারি শিল্পে বিনিয়োগের জন্য টেসলা ইনকর্পোরেটেডের সঙ্গে আলোচনা করছে।
ডিবিটেক/বিএমটি