সম্প্রতি ভারত সফর স্থগিত করেন ইলন মাস্ক। এরপরই তিনি চীন সফরে গেছেন। জানা গেছে, রবিবার আচমকাই বেইজিংয়ে পৌঁছেছেন টেসলা প্রধান। চীনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকেও বসবেন তিনি। খবর রয়টার্স ও বিবিসি।
ভারতের লোকসভা নির্বাচনের সময়েই ভারত সফরের কথা ছিল ইলন মাস্কের। যদিও মাস্কের এই সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছিল। বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় অনেক গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকের কথা ছিল ইলন মাস্কের। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর বা টেসলা- কোনোপক্ষই মাস্কের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এর মধ্যেই হঠাৎ স্থগিত হয়ে যায় সেই সফর।
ইলন মাস্ক নিজেই এক্সে জানিয়েছেন, দুর্ভাগ্যবশত, টেসলার প্রচুর কাজ থাকায় ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষেই ভারতে যাওয়ার ইচ্ছা আছে
মাস্কের চীন সফরের খবর প্রকাশ্যে আসতেই ভারতজুড়ে বিতর্ক ছড়িয়েছে। টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন।
অনেকে বলছেন, পুরোপুরি অটোমেটিক গাড়ির ব্যবস্থা করা নিয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন মাস্ক। তবে এই সফর একেবারে গোপন রাখা হয়েছে। চীন সরকার বা টেসলার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
ডিবিটেক/বিএমটি


















Elon Musk skipping India and heading to China has sparked mixed reactions. While many expected major announcements for the Indian market, his China visit highlights where Tesla’s current priorities lie. India still holds huge potential, but this move shows global business decisions often follow strategic timing and market readiness.
NatashaRoy, Young Hyderabad Call Girls provide you with private adult fun that will thrill both your mind and your body. Escort Service Hyderabad offers professional adult fun with private meeting opportunities.