চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম তাদের রিমোট অ্যাক্সেস ইউনিট বিক্রি করছে। এই লক্ষে, প্রাইভেট ইক্যুইটি ফার্ম কেকেআর এর সাথে ৩.৮ বিলিয়ন ডলারের চুক্তির শেষ পর্যায়ে রয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
ব্রডকমের রিমোট অ্যাক্সেস ইউনিটটি যেকোনো ডিভাইস থেকে দূরবর্তী ডেস্কটপ ও অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করার সুযোগ দেয়। শনিবার বিষয়টির সাথে সম্পর্কিত সূত্র ইউনিটটি বিক্রির তথ্য জানায়।
গত নভেম্বরে ৬৯ বিলিয়ন ডলার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ভিএমওয়্যার কিনে নেয়া পর কোম্পানির মূল ব্যবসায়ে নজর দিতেই সম্ভাব্য বিক্রয় চুক্তিটি সম্পন্ন হচ্ছে বলে মনে করা হচ্ছে।
কেকেআর ইকিউটিসহ আর কয়েকটি প্রাইভেট ইক্যুইটি ফার্মকে নিলামে টেক্কা দিয়ে ব্রডকমের এন্ড-ইউজার কম্পিউটিং ইউনিটটি কিনছে। সোমবার এই বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
ডিবিটেক/বিএমটি