কার্ল পেই এর কোম্পানি নাথিং তাদের নতুন স্মার্টফোন উন্মোচন করতে প্রস্তুত। আপকামিং ফোনটি নাথিং ফোন ২এ নামে আনা হবে। নথিং ফোন ২এ ফোনটি আগামী ৫ মার্চ উন্মোচন করা হবে বলে জানা গেছে। কোম্পানিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি টিজার শেয়ার করে আপকামিং ফোনের উন্মোচন নিশ্চিত করেছে।
নথিং কোম্পানির পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় একটি টিজার, “ফ্রেশ আইজ” শেয়ার করা হয়েছে। এখানে নতুন ফোনের উন্মোচনের তারিখ ঘোষনা করা হয়। এটি ৫ মার্চ বিকেলে ৫ টায় উন্মোচিত হবে।
নতুন ফোনটি আগের ফোন ১ ও ফোন ২ এর তুলনায় সাশ্রয়ী হতে পারে।
ডিবিটেক/বিএমটি