চীনের বাজারে আইফোন নিয়ে বেশ চাপে পড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চলতি বছরের শুরুতেই হুয়াওয়ের মতো দেশীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতার চাপে পড়ে চীনের বাজারে আইফোন বিক্রি কমেছে ৩০ শতাংশ। আর্থিক সংস্থা জেফারি অ্যানালিস্টসের এক নোটের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, চীনের বাজারে শাওমি ও হুয়াওয়ের মতো স্থানীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে চাপের মুখে রয়েছে অ্যাপল। যার প্রভাবই ২০২৪ সালের প্রথম সপ্তাহের আইফোন বিক্রিতে পড়েছে বলে জানিয়েছে জেফারি অ্যানালিস্টস।
নতুন বছরের প্রথম সপ্তাহে চীনের স্মার্টফোনের চালান সামগ্রিকভাবে কমে দুই ডিজিটের নিচে নেমে গেছে। মূলত প্রাথমিকভাবে সেই প্রভাবই পড়ছে আইফোনের বিক্রিতে।
আইফোনের বিক্রি কমলেও বছর ব্যবধানে একই সময়ে হুয়াওয়েসহ অন্যান্য অ্যান্ডয়েড ব্র্যান্ডের মুঠোফোন বিক্রি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।
ডিবিটেক/বিএমটি