অ্যাপল ওয়াচে স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তিগুলোর পেটেন্ট বিরোধের জেরে সম্প্রতি অ্যাপলের ওয়াচ সিরিজ ৯ ও আল্ট্রা ২ মডেল যুক্তরাষ্ট্রে বিক্রি নিষিদ্ধ করা হয়। তবে মার্কিন আপিল আদালত সেই নিষেধাজ্ঞা স্থগিত করার ফলে সাময়িকভাবে মডেল দুটি ফের বিক্রি শুরু করতে পারবে প্রযুক্তি জায়ান্টটি।
এর আগে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের (আইটিসি) দেওয়া ওই নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য ‘ইউএস কোর্ট অব আপিলস ফর দ্য ফেডারেল সার্কিটে’ জরুরি আপিল দাখিল করেছিলো। নিষেধাজ্ঞার কারণ ছিলো, অ্যাপলের স্মার্ট ওয়াচে ক্যালিফোর্নিয়াভিত্তিক মেডিকেল প্রযুক্তি বিষয়ক কোম্পানি ‘ম্যাসিমো’র পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে।
ম্যাসিমো অভিযোগ করেছে অ্যাপল তাদের কর্মীদের নিয়োগ করে ঘড়িতে রক্তের অক্সিজেন পর্যবেক্ষণ সম্পর্কিত ফিচার চুরি করেছে এবং এ কাজে ম্যাসিমোর সাবেক কর্মীদের জ্ঞান ব্যবহার করেছে।
তবে বুধবার আপিল আদালতে নিষেধাজ্ঞা স্থগিত হলে ম্যাসিমো-এর শেয়ার মূল্য চার দশমিক ৬ শতাংশ কমেছে, অপরদিকে অপরিবর্তিত রয়েছে অ্যাপলের শেয়ার মূল্য।
এক বিবৃতিতে অ্যাপল বলেছে, “আমরা নতুন বছরের জন্য গ্রাহকদের কাছে সম্পূর্ণ অ্যাপল ওয়াচ সিরিজ ফিরিয়ে দিতে পেরে রোমাঞ্চিত।” তবে আদালতের সিদ্ধান্তের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ম্যাসিমো।
ডিবিটেক/বিএমটি