ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল (বিইভি) এবং প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) এর বৈশ্বিক বিক্রি গত বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান রোহ মোশনের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপে বিক্রি কিছুটা কমলেও উত্তর আমেরিকা এবং চীনে ইভি বিক্রিতে শক্তিশালী প্রবৃদ্ধির কারণে গত নভেম্বরে এই রেকর্ড হয়েছে।
গত বছরের নভেম্বরে বিইভি এবং পিএইচইভি এর বিক্রি ১১ লাখ ইউনিট হলেও এবারের নভেম্বরে সেটি ১৪ লাখে পৌঁছেছে।
ডাটা ম্যানেজার চার্লস লেস্টার রয়টার্সকে বলেছেন, “বাজারে অনেক নেতিবাচক মনোভাব থাকা সত্ত্বেও বিক্রয় বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আমরা আশা করছি ডিসেম্বরে বিক্রয় শক্তিশালী থাকবে”।
ডিবিটেক/বিএমটি