ফের কর্মী ছাঁটাই। স্পটিফাই থেকে ১৭ শতাংশ কর্মী ছাঁটাই ঘোষণা করার মাত্র কয়েক ঘন্টা পরে টুইলিও শতাধিক কর্মীর চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছে। এতে কোম্পানির কর্মশক্তির প্রায় ৫% প্রভাবিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
টুইলিওতে এই প্রথম কর্মী ছাঁটাইয়ের ঘটনা নয়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই কোম্পানিটি তার প্রায় ১১% কর্মী ছাঁটাই করেছে। এবং তাঁর মাত্র কয়েক মাস পরে, এই বছরের ফেব্রুয়ারিতে টুইলিও আরও ১৭% কর্মী ছাঁটাই করে। যার ফলে গত কয়েক বছরে টুইলিওর কর্মশক্তি দ্রুত গতিতে সঙ্কুচিত হচ্ছে।
এক বছরেরও বেশি সময় আগে টুইলিওর ৭৮০০ জন কর্মচারী ছিলো। সাম্প্রতিক আয়ের রিপোর্ট অনুসারে এই মুহুর্তে টুইলিওর প্রায় ৫৯০০ কর্মী রয়েছে। তবে নতুনভাবে চাকরি ছাঁটাইয়ের ঘোষণা অনুসারে অদূর ভবিষ্যতে সেই সংখ্যাও কমে যাবে।
ডিবিটেক/বিএমটি