ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর আবারও সাফল্য অর্জন। ইসরো এক্স হ্যান্ডেলে জানিয়েছে, চন্দ্রযান-৩ এর প্রপালশন মডিউল (পিএম) সফলভাবে মিশন শেষ করে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে।
বিক্রম ল্যান্ডারকে চাঁদের এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে নিয়ে যাওয়ার পর এটি ইসরোর আরেকটি অর্জন। ইসরো আসন্ন মিশনগুলোর জন্য কাজ করছে, যার জন্য সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাশূন্যে পাড়ি দিয়েছিলো চন্দ্রযান-৩।
ডিবিটেক/বিএমটি