চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি নতুন গাড়ি বাজারে এনেছে। সি লায়ন ০৭ মডেলের এই গাড়ি টেসলার জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত গাড়ি ‘মডেল ওয়াই’কে টেক্কা দেবে বলে দাবি করেছে চীনা কোম্পানিটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
সম্প্রতি চীনের একটি বৃহৎ অটো শোতে ডিসপ্লে করা হয় বিওয়াইডির নতুন মডেলের বেশ কয়েকটি গাড়ি। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলো বহুল প্রতিক্ষীত সি লায়ন।
বিওয়াইডি বলেছে, মডেলটি ডাইসাস বডি কন্ট্রোল সিস্টেমে নির্মিত। ফলে গাড়িটি যেকোনো অবস্থা ও পরিস্থিতিতে চলতে সক্ষম হবে। সি লায়ন ০৭-এর দাম হতে পারে ২ লাখ থেকে ২ লাখ ৬০ হাজার ইউয়ান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী মডেল ওয়াই চীনের বাজারে বর্তমানে বিক্রি হচ্ছে ২ লাখ ৬৬ হাজার ৪০০ ইউয়ানে।
ডিবিটেক/বিএমটি