শিগগিরই বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ডের নতুন ইলেকট্রিক বাইক। ভারতের বাজারে রয়েল এনফিল্ড তাদের হিমালয়ান সিরিজের ইলেকট্রিক বাইক আনতে চলেছে বলে জানা গেছে। ভারতের শীর্ষস্থানীয় মোটরসাইকেল কোম্পানি ইকমা ২০২৩ ইভেন্টে তার প্রথম বৈদ্যুতিক বাইকের ধারণা উন্মোচন করেছে।
কোম্পানিটি জানিয়েছে, এটাই এই বাইক কোম্পানির প্রথম ইলেকট্রিক বাইক। কোম্পানি এই ইভেন্টে নতুন হিমালয়ান ৪৫২ বাইকটিকেও সামনে এনেছে। এটি রয়েল এনফিল্ডের প্রথম বাইক যা লিকুইড কুলড ইঞ্জিনের সাথে আসছে।
রয়েল এনফিল্ডের এই নতুন বাইকটি অনেকদিন ধরেই ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। তবে, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রয়েল এনফিল্ড তাদের প্রথম ইলেকট্রিক বাইক রয়েল এনফিল্ড হিম-ই বিশ্বের সামনে তুলে ধরেছে। এর নকশা আপনাকে আসল হিমালয়ানের কথা মনে করিয়ে দিতে পারে। কোনোভাবেই মনে হয়না এটা কোনো ইলেকট্রিক বাইক।
এই নতুন ইলেকট্রিক বাইক ভারতের অন্যান্য রয়েল এনফিল্ডের তুলনায় কিছুটা অন্যরকম হবে। এই বাইকের উইন্ডশীল্ড হিমালয়ানের অন্যান্য মডেলের থেকে আলাদা হবে। সবদিক থেকেই এই বাইকটি রয়েল এনফিল্ড হিমালয়ানের সাধারণ মডেলের থেকে বড়।
ডিবিটেক/বিএমটি