ভারতীয় শিক্ষাবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান বাইজুসে ১৬ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করছেন মনিপাল গ্রুপের চেয়ারম্যান রঞ্জন পাই। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঋণ খেলাপির তকমা পাওয়া কোম্পানিটি ঋণ পরিশোধে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
খবরে বলা হয়, নতুন বিনিয়োগের মাধ্যমে বাইজুসের আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেডের বোর্ডে অন্তত দুজন সদস্য মনোনীত করার ক্ষমতা পাবেন পাই।
বিনিয়োগটি এমন সময়ে এসেছে যখন মার্কিন কোম্পানির ঋণ পরিশোধ করা নিয়ে হিমশিম খাচ্ছিলো ভারতীয় প্রতিষ্ঠানটি। বাইজুস এবার মার্কিন ঋণদাতা প্রতিষ্ঠান ডেভিডসন কেম্পনারের ঋণ পরিশোধে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি হিন্দুস্থান টাইমসের এক খবরে বলা হয়, বাইজুস তাদের লোন মেটাতে পারেনি। প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার লোন না মেটানোর অভিযোগ উঠেছে বাইজুসের বিরুদ্ধে। এর জেরে এবার বিরাট ধাক্কার মুখে বাইজুস। মার্কিন কোর্টে বড় ধাক্কার মুখে বাইজুস। মার্কিন চানসেরি কোর্টের বিচারপতি মর্গান জার্ন বাইজুসের আবেদন প্রত্যাখান করেছে। আসলে বাইজুস লোন প্রদানকারী সংস্থা আলফার বিরুদ্ধে আদালতে গিয়েছিল। কিন্তু কোনও আবেদনই ধোপে টিকেনি।
এ বিষয়ে ডেভিডসন কেম্পনার বা বাইজুসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি