সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক্সএআই যুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠান দুটির মালিক ইলন মাস্ক। একীভূত হলেও আলাদা অ্যাপেও ব্যবহার করা যাবে এক্সএআই।
সম্প্রতি নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই তাদের প্রথম এআই মডেল উন্মুক্ত করেছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এর সকল প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য সেটি উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়।
ইলন মাস্ক বলেন, “এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েলটাইম ডেটায় গ্রাহকদের অ্যাক্সেস রয়েছে। এর ফলে অন্যান্য এআই চ্যাটবটের তুলনায় এক্সএআই এর নতুন মডেল ‘গ্রক’ অনেকাংশে এগিয়ে আছে।
ডিবিটেক/বিএমটি