আগামী বছরে চালু হবে স্টারলিংকের বহুল প্রত্যাশিত স্যাটেলাইট সেলুলার সেবা ‘ডিরেক্ট টু সেল’। প্রাথমিকভাবে এই সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের ফোন থেকে এসএমএস পাঠাতে পারবেন। কোম্পানির নতুন প্রচারণামূলত সাইটে এই তথ্য পাওয়া গেছে। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, ধারাবাহিকভাবে টেক্সটিং, কলিং এবং ব্রাউজিং সুবিধা পাওয়া যাবে সেটা ভূমি, হৃদ কিংবা সামুদ্রিক আঞ্চলেও থাকলেও। এলটিই মানের ভিত্তিতে এই সেবা আইওটি ডিভাইসকেও সংযুক্ত করবে।
এই প্রকল্পের জন্য টি-মোবাইলের সাথে অংশীদারিত্ব করেছে স্টারলিংক। গত আগস্টে মূলত এই ঘোষণা দেয়া হয়। চুক্তি অনুযায়ী টি-মোবাইলের ফাইভজি স্পেকট্রামের আংশিক ব্যবহার করবে স্টারলিংকের দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট। অন্যদিকে স্টারলিংক টি-মোবাইলকে তাদের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদেরকে সেলফোন সেবা দিতে পারবে।
ডিবিটেক/বিএমটি