নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে এডিট বাটন চালুন ঘোষণা দিলেন মাধ্যমটির মালিকানা প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যাবে। খবর এনগ্যাজেট ও টেকক্রাঞ্চ।
এর আগে কোনো পোস্টে পরিবর্তন আনতে হলে পোস্টটি ডিলিট করে আবার পোস্ট করতে হতো। এখন ব্যবহারকারীরা পোস্ট ডিলিট না করেই সেটি ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন।
থ্রেডসে এডিট বাটন ব্যবহারের জন্য গ্রাহককে কোনো খরচ করতে হবে না। মোবাইল অ্যাপ ও ওয়েব দুই সংস্করণেই এটি বিনামূল্যে ব্যবহার করা যাবে।
‘ভয়েস থ্রেডস’ নামের আরেকটি নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছেন জুকারবার্গ। ফিচারটি ব্যবহার করে প্ল্যাটফর্মটিতে ভয়েস পোস্ট করা যাবে। যারা টেক্সটের চেয়ে ভয়েস অপশন ব্যবহার করতে চায়, মূলত তাদের জন্য ফিচারটি আনা হয়েছে। নতুন থ্রেডস পোস্ট বা রিপ্লাইতে ভয়েস অপশনটি ব্যবহার করা যাবে।
ডিবিটেক/বিএমটি