ভারতের কেন্দ্রীয় সরকারের নজরে গুগল ও অ্যাপল। দুই সংস্থার বিরুদ্ধে বেআইনি ব্যবসার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবারই কেন্দ্রীয় সংস্থা কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া তথা সিসিআই-এর প্রধান রভনীত কৌর এমনটাই দাবি করেছেন। খবর সংবাদ প্রতিদিন।
দুই প্রযুক্তি জায়ান্টটের বিরুদ্ধে অভিযোগ, নিউজ কনটেন্টের ক্ষেত্রে একতরফা আধিপত্য বিস্তার করা। বিভিন্ন সংবাদ প্রকাশকদের তরফ থেকে এই ধরনের অভিযোগ জমা পড়ার পরই শুরু হয়েছে তদন্ত। এছাড়াও স্মার্ট টেলিভিশনের দুনিয়াতেও গুগলের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলা জানিয়েছেন রভনীত।
এরই পাশাপাশি ঐদিন সাংবাদিক সম্মেলনে সিসিআই প্রধান দাবি করেছেন, অ্যাপলের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। অ্যাপ স্টোরের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা-বিরোধী অনুশীলনের অভিযোগ রয়েছে আইফোন নির্মাতা সংস্থার বিরুদ্ধে। এই মুহূর্তে বিষয়গুলো সিসিএলের তদন্তকারী শাখা ডিজির নিয়ন্ত্রণাধীন বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, গুগল এর আগেও সিসিএলের তদন্তের মুখে পড়েছিলো। প্লেস্টোর ও অ্যান্ড্রয়েড সিস্টেম নিয়ে ছিলো সেবারের অভিযোগ। সেবার ১ হাজার ৩৩৭ কোটি রুপি জরিমানা দিতে হয়েছিলো প্রযুক্তি জায়ান্টটিকে। যদিও সুদ-সহ ওই জরিমানার পরিমাণ আরও বেড়েছিলো।
ডিবিটেক/বিএমটি