অ্যাপলের সাথে নতুন চুক্তির ঘোষণা করেছে কোয়ালকম। এই চুক্তির আওতায় ২০২৬ সাল পর্যন্ত আইফোন নির্মাতা প্রতিষ্ঠানকে ফাইভচি চিপ সরবরাহ করবে চিপ কোম্পানিটি।
অ্যাপল যখন চীনে ক্রমাগতভাবে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে বিশ্বের অন্যান্য স্থানে সাপ্লাই চেইন তৈরিতে নজর দিচ্ছে ঠিক তখনই কোয়ালকমের সাথে এই চুক্তি হলো।
নতুন এই চুক্তির ঘোষণায় সোমবার কোয়ালকমের শেয়ার ৩.২ শতাংশ বেড়ে ১০৯.৫৫ ডলারে উন্নীত হয়েছে। যদিও অ্যাপলের শেয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।
নতুন এই চুক্তির অর্থমূল্য সম্পর্কে কোনো কোম্পানিই মুখ খোলেনি।
ডিবিটেক/বিএমটি