পেমেন্ট জায়ান্ট পেপাল অক্টোবর থেকে যুক্তরাজ্যের গ্রাহকদেরকে তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি কেনার সুবিধা বন্ধ করছে। ক্রিপ্টো প্রচারের নতুন নিয়ম মেনে চলতে এই সিদ্ধান্ত নিয়েছে পেপাল। খবর রয়টার্স।
ব্রিটেনের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা দেশটির ভোক্তাদের কাছে ক্রিপ্টো বিজ্ঞাপন প্রকাশের নিয়মকে আরও কঠোর করছে। কোম্পানিগুলোকে ক্রিপ্টো লেনদেনের ঝুঁকি সম্পর্কে সতর্কতা প্রকাশ করতে হবে। একইসাথে রেফারেল বোনাস বাতিল করারও নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এক ইমেইলে পেপাল জানিয়েছে, সাময়িকভাবে গ্রাহকরা প্ল্যাটফর্মটিতে ১ অক্টোবর থেকে ক্রিপ্টো কিনতে পারবেন না। ৮ অক্টোবর হতে কার্যকর হওয়া নতুন নিয়মগুলো মেনে ২০২৪ সালের প্রথমদিকে পুনরায় ক্রিপ্টো লেনদেন শুরু হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি