ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) একটি ইনোভেশন ল্যাব স্থাপন করবে দেশের ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।
বুধবার (২১ আগস্ট) আইবিএ এর কনফারেন্স হলে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন, রবি’র সিইও মাহতাব উদ্দিন এবং আইবিএ’র ডিরেক্টর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার।
ল্যাবটির মূল উদ্দেশ্য এর মাধ্যমে আইবিএ’র শিক্ষার্থীরা যেন ডেটা অ্যানালিটিক্স, ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংকস’র মতো প্রযুক্তির সর্বাধুনিক অগ্রগতি সর্ম্পকে ধারণা পান। পাশাপাশি শিক্ষার্থীরা উদ্ভাবনী বাস্তবধর্মী ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে রবি’র সিইও মাহতাব উদ্দিন বলেন, আমাদের ১০০ ডেট অ্যানালিটিক্স দরকার কিন্তু আমরা পাচ্ছি না। আমরা যে পড়াশোনা করছি, ভবিষ্যৎতে প্রযুক্তি খাতে দক্ষ লোক খোঁজে পাওয়া যাবে না। এখান থেকে দক্ষ লোক তৈরি করা সম্ভব হবে। এই ল্যাব এর মাধ্যমে শুধু আইবিএ উপকৃত হবে না, পুরো দেশ এই ল্যাবের মাধ্যমে সুফল পাবে।