বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে আইসিটি বিভাগ বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপন করতে একটি ওয়েবসাইট তৈরি করছে আইসিটি বিভাগ। ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বঙ্গবন্ধুর ওয়েবসাইটের জন্য লোগো আহ্বান করা হয়েছে। লোগো জমা দেয়ার শেষ তারিখ ৩১ আগষ্ট। লোগো বিজয়ী পাবেন ৫ লাখ টাকা।
এই ওয়েবসাইটের মাধ্যমে বঙ্গবন্ধুর ফিলোসফি, ভিশনসহ কর্ম জীবনের নানা তথ্য মিলবে এই ওয়েবসাইটে। এছাড়া জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে আইসিটি বিভাগ নানা কর্মসূচি হাতে নিয়েছে সেগুলোর তথ্যও মিলবে এই ওয়েবসাইটে।
ওয়েবসাইট তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়েবসাইটি তৈরি করবে মাইটি বাইট। এই সময় বিসিসি ও মাইটি বাইট এর মধ্যে চুক্তি হয়। বিসিসির মধ্যে চুক্তি স্বাক্ষর করেন সচিব মিজানুর রহমান মিজু এবং মাইটি বাইট এর ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী।
ওয়েবসাইট লিংক: www.mujib100.gov.bd