মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এম আই এসটি) তে স্থাপিত হতে যাচ্ছে দেশের প্রথম সাইবার জিম। বিশ্বমানের এই সাইবার জিম ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ।
রবিবার (৪ আগস্ট) এম আই এসটি এর একাডেমিক ভবনে ‘বিশ্বব্যাপী সাইবার হুমকি এবং বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সশস্ত্র বাহিনী বিভাগ এবং এমআইএসটি কর্তৃক আয়োজন করা হয় এই সেমিনার।
সেমিনারে পলক বলেন, প্রযুক্তি যত বাড়বে তার ঝুঁকিও বাড়বে। যদি এই ঝুঁকি মোকাবেলা করতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব। তারই প্রস্তুতির অংশ হিসেবে আমরা এম আই এসটি তে দেশের প্রথম সাইবার জিম স্থাপন করতে যাচ্ছি। জিমে যেমন আমরা শারীরিকভাবে সুস্থ সবল থাকতে যাই তেমনি সাইবার স্পেসে নিজেদের নিরাপদ রাখতে এই জিম তৈরি করা হবে যেখানে সবাই এক সাথে কাজ করার সুযোগ পাবে।
তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি জিম করব যেখানে সাইবার হামলাকারী এবং প্রতিহতকারী একসাথে সিমুলেশন (মহড়া) এর মাধ্যমে কাজ করবে। একদল আক্রমণ করবে অন্যদল প্রতিহত করবে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এই সাইবার জিম তৈরি করা হবে।’
পলক আরো বলেন, ‘বাংলাদেশ এখন মোবাইল ব্যাংকিং এ বিশ্বে চ্যাম্পিয়ান। প্রতিদিন প্রায় এক হাজার ১০০ কোটি টাকার লেনদেন হয় মোবাইল ব্যাংকিং মাধ্যমে। তবে আমরা সাইবার ঝুঁকিতেও আছি। ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্র; এই চারটি পর্যায়েই আমরা সাইবার ঝুঁকিতে আছি। তবে আজকের তরুণদেরই সাইবার যুদ্ধে আমাদের নেতৃত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দ্য ইনস্টিটিউট অব পলিসি, এডভোকেসি এবং গভর্নেন্স এর চেয়ারম্যান ড. সৈয়দ মুনির খসরু, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং কেন্দ্র এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এবং জাতীয় ডাটা সেন্টার এর পরিচালক প্রকৌশলী তারিক বরকত উল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম আই এসটি এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান এয়ার কমোডর আফজাল হোসেন।