“ডাক্তার ও সাইকোলজিস্ট এখন আপনার হাতের মুঠোয়” স্লোগানে প্রকাশ করা হয়েছে কনসেল টেলিমেডিসিন ও কাউন্সেলিং অ্যাপ।
বেসরকারি প্রতিষ্ঠান কনসেল লিমিটেডের উদ্যোগে ডেভেলপ করা অ্যাপটি বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলাম জানিয়েছেন, মার্চের শেষের দিকে বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার সময় থেকেই কনসেল ফেসবুক পেজের মাধ্যমে ডাক্তার ও সাইকোলজিস্টদের একটি টিম ফ্রি সেবা দিয়েছেন। অনেক রোগী এই ফ্রি সেবা নিয়ে উপকৃত হয়েছেন। পরবর্তীতে জুলাই মাস থেকে অ্যাপের মাধ্যমে ভিডিও কনসালটেন্সি সেবা শুরু করা হয়। এতোদিন করোনা মহামরির তীব্রতার কারণে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। মঙ্গলবার এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আর অ্যাপ ইন্সটল বা রেফার করলেই আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ২০ টাকা বোনাস দেয়া হচ্ছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মাহমুদুর রহমান জানিয়েছেন, অ্যাপটির ডাক্তার চ্যাটিং, ই- প্রেসক্রিপশন দেওয়া হবে। রোগী চাইলে রিপোর্টও আপলোড করতে পারবেন। প্রয়োজনে বুকিং বাতিল করে নতুন সময় নির্ধারণ করতে পারবেন।
ডিরেক্টর সৈয়দ আখলাক উদ্দিন আহমেদ বলেন, অ্যাপের মাধ্যমে প্রবাসে থেকেও দেশের ডাক্তার দেখানো যাবে। আপাতত দেশের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, দেশের যেকোন একাউন্ট থেকে টাকা পেমেন্ট করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই যে যেই দেশে আছেন সেই দেশের মোবাইল নাম্বার দিয়েই ভেরিফাই করতে পারবেন।