পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়েছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সার্ভিস হাব লিমিটেড। এর ফলে দেশের ভেতরে ‘পেস্টেশন’ নামে সার্ভিস হাব এখন থেকে ই-কমার্সে লেনদেন করতে পারবে।
এরমধ্যেই দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে এ সংক্রান্ত সার্কুলারটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারটিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার আওতায় জারি করা বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস ২০১৪ অনুসারে— বাংলাদেশ ব্যাংক সার্ভিস হাব লিমিটেডকে দেশের অভ্যন্তরে ‘পেস্টেশন’ ব্র্যান্ড নামে পেমেন্ট সার্ভিস অপারেটর হিসেবে লাইসেন্স দিয়েছে।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়াই অনেক প্রতিষ্ঠান ই-ওয়ালেট সেবা দিয়ে আসছিল। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কোনও ধরনের সেবা না দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনও ব্যাংক অ্যাকাউন্ট না রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে গত বছরের ৫ মার্চ নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে পিএসপি ও পিএসও লাইসেন্স দিয়েছে। আইপে সিস্টেম, ডি মানি ও রিকারশন ফিনটেককে পিএসপি লাইসেন্স দেওয়া হয়েছে। পিএসও লাইসেন্স আছে আইটি কনসাল্ট্যান্ট, এসএসএল কমার্স, সূর্যমুখী লিমিটেড ও অপটিমাম সলিউশনের। এর বাইরে মোবাইলে আর্থিক সেবা (এমএফএম) দেওয়া প্রতিষ্ঠানগুলো লেনদেনসহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকে।
© স্বত্ব ডিজিটাল বাংলা মিডিয়া লিমিটেড ২০২৪
নির্বাহী সম্পাদক: এস এম ইমদাদুল হক
সম্পাদকীয় কার্যালয়:
সড়ক ২৯, বাড়ি ২/ই (গুলশান লেক প্যালেস), সি-২, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোন: ০৯৬৩৯-৩৩৩৫৫৫ , ইমেইল: [email protected]
© স্বত্ব ডিজিটাল বাংলা মিডিয়া লিমিটেড ২০২৪
নির্বাহী সম্পাদক: এস এম ইমদাদুল হক
সম্পাদকীয় কার্যালয়:
সড়ক ২৯, বাড়ি ২/ই (গুলশান লেক প্যালেস), সি-২, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোন: ০৯৬৩৯-৩৩৩৫৫৫ , ইমেইল: [email protected]