অ্যাপেই সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দিকে দেশের আরও ৬টি কুটির অর্থসংস্থান প্রতিষ্ঠানের (মাইক্রোফাইন্যান্স) ৭ লাখেরও বেশি সদস্য যুক্ত হলো ফিনটেক প্রতিষ্ঠান বিকাশ-এ। প্রতিষ্ঠানগুলো হলো- পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই), গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ), নবলোক পরিষদ এবং মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এমডিও)-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ।
এর ফলে এখ মোট ২৫টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি সদস্যের সঞ্চয় ও ঋণের টাকা সহজেই জমা দেয়ার সুযোগ তৈরি হলো বিকাশ অ্যাপের মাধ্যমে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে বিকাশ। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এ বিষয়ে আলাদা আলাদা চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এর পরিচালক-ইইএস মোঃ মশিহুর রহমান, সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ এর নির্বাহী পরিচালক সামছুল হক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, নবলোক পরিষদ এর উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মোঃ আলতাফ হোসেন, মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মোঃ মাছউদ আহমেদ রোকনী, ডাটাসফট এর প্রেসিডেন্ট এম. মনজুর মাহ্মুদ সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।