চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের বিল পরিশোধের জন্য ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের সাথে চুক্তি নবায়ন করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির ফলে আগের চেয়েও স্বচ্ছন্দে ডিজিটাল উপায়ে পানির বিল পরিশোধে করতে পারবেন চট্টগ্রাম ওয়াসার গ্রাহকরা।
নিজেদের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সম্প্রতি নগদের সাথে এই চুক্তি নবায়ন করে চট্টগ্রাম ওয়াসা। নগদ লিমিটেডের পক্ষে প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক এবং চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ লাল হোসেন (যুগ্ম সচিব) এই নবায়নকৃত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ ও চট্টগ্রাম ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নগদ ও চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা উভয় প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে বলেন, এই চুক্তি বন্দর নগরীর গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। তারা আশা করেন, এভাবে দেশের প্রতিটি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হবে এবং সাধারন মানুষের সেবা গ্রহন এবং লেনদেন প্রক্রিয়া সহজতর হবে।