সেবা ফিনটেক লিমিটেডের মার্চেন্টদের জন্য ভার্চুয়াল অ্যাকাউন্ট ট্যাগিং, পেমেন্ট প্রসেসিং এর জন্য নেটওয়ার্ক সংযোগ ও ন্যানো লোন এবং ডিজিটাল ন্যানো সেভিংস সেবা দেবে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রযুক্তিবান্ধব বেসরকারি ব্যাংক মিডল্যান্ড।
সেবা বিনিময়ে মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর ইলমুল হক সাজিব সেবা ফিনটেক লিমিটেড স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে বৃহস্পতিবার একটি সমঝোতাচুক্তি সই করেছেন।
রবিবার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত তিনটি সুবিধা ছাড়াও চুক্তি অনুযায়ী, সেবার মার্চেন্টদের জন্য অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট ট্রান্সফার: পুশ এবং পুল (ব্যাংক থেকে ওয়ালেট, ওয়ালেট থেকে ব্যাংক), ইএমআই পার্টনারশিপ প্রস্তাব এবং এজেন্ট ব্যাংকিং সেবা: সেবা মার্চেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের জন্য ক্যাশ হ্যান্ডলিং সমস্যা সমাধানের জন্য এজেন্ট ব্যাংকিং সেবাও চালু করবে মিডল্যান্ড ব্যাংক।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মো. নাজমুল হুদা সরকার, সিটিও, মো. রাশেদ আকতার, হেড অফ রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন, মো. মোহাম্মদ হাসিবুর রহমান, হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট এমএন উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী এবং প্রতিনিধিসহ অনেকে।