ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে দেশের তথ্য-প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ফ্লোরা সিস্টেমস লিমিটেড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে, যা এনসিসি ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামোকে উন্নত করতে এবং গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে। আন্তর্জাতিক কোর-ব্যাংকিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমিনস ও ওরাকলের সঙ্গে প্রতিযোগিতা করে এই কাজ করার সুযোগ পায় ফ্লোরা সিস্টেমস।
আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং ফ্লোরা সিস্টেমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ আনিসুর রহমান ও শেখ শাহাদাত হোসেন।
সূত্রমতে, ফ্লোরা সিস্টেমস তাদের ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর ভার্সন ১৮.৪ থেকে ২২.৪ এ উন্নীত করে এনসিসি ব্যাংকের সকল প্রকার কোর ব্যাংকিং পরিষেবা পরিচালনা করবে। রূপান্তর উদ্যোগটি এনসিসি ব্যাংকের ডিজিটাল সক্ষমতাকে আরও বিস্তৃত করবে এবং গ্রাহকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক উন্নত ব্যাংকিং অপারেশনের প্রতিশ্রুতি দৃঢ় করবে।