ঈদের সামনে প্রতিবার ক্যাশআউটে নিশ্চিত ইন্সট্যান্ট ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়। ফলে গ্রাহকরা প্রতি ২৫,০০০ টাকা ক্যাশআউটে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা যতোবার খুশি ততোবার এই অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি আগামী ১৮ জুন পর্যন্ত চলবে।
এই মুহূর্তে এটি বাজারের সবচেয়ে সাশ্রয়ী অফার বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে উপায় কর্তৃপক্ষ। বলা হয়েছে, এই অফারটি কেবল উপায় এজেন্ট থেকে প্রাইমারি ওয়ালেট ক্যাশআউটের ক্ষেত্রে প্রযোজ্য হবে; একইসাথে, ক্যাশব্যাকের পরিমাণও প্রাইমারি ওয়ালেটে যুক্ত হবে।
অ্যাপ ব্যবহার করে অথবা *২৬৮# ডায়াল করে উপায় এজেন্টের কাছ থেকে ক্যাশআউট সেবা গ্রহণ করলেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহক। এছাড়াও দেশজুড়ে যেকোনো উপায় এজেন্ট থেকে ক্যাশআউট চার্জ হাজারে মাত্র ১৪ টাকা।