ঈদে মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিংবা বিদেশে ভ্রমণের জন্য টিকিট অফার দেয়ার চেয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান গুলোর প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।
শনিবার বিকেলে ফুল পাখি নদী সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদের শুভেচ্ছা হিসাবে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে দেয়া শুভেচ্ছা বক্তব্যে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।
বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন ও মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা হবিবর রহমান সরকার।
অনুষ্ঠান সঞ্জালনা করেন ফুল পাখি নদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।