শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এলিফেন্ট রোড কম্পিউটার সিটিতে (মাল্টিপ্লান) সন্ত্রাসী হামলায় দুইজন কম্পিউটার ব্যবসায়ী আহত একজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত ইসিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব মোঃ এহতেসামুল হক পাশ্ববর্তী পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছ। হামলার শিকার অপর ব্যক্তি এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ওয়াহিদুল হাসান দীপুকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
জানাগেছে, মার্কেট থেকে বের হওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন তারা। এহতেসামকে মার্কেটের সামনে রাস্তার ওপর এবং দীপুকে তার গাড়ির ভেতরেই হামলা করে দেশীয় অস্ত্রধারী হামলাকারীরা। এসময় বহিরাগত হামলাকারীরা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে দুইটা গাড়ি ও ভাঙচুর করছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।
এই ঘটনার দায়ে বেলা দুইটা থেকে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধনের ডাক দিয়েছে এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ীরা। এ ঘটনায় মার্কেট জুড়ে থম-থমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি মো. নজরুল ইসলাম হাজারী ডিজিবাংলা-কে বলেন, রাতে আমাদের একটি অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান থেকে বের হওয়ার পর অজ্ঞাত সন্ত্রাসীরা এই হামলা করেছে।
সিসিফুটেজের বিবরণ দিয়ে তিনি বলেন, প্রথমে চাপাতি হাতে একজন হামলাকারী র্যাম্পে ঢুকেছে। সেখান থেকে গাড়ি বের করার সময় দীপু ভাই এবং তার কিছুটা দূরেই রাস্তার ওপর এহতেসাম ভাইকে এলোপাথারি কোপানো হয়। এসময় তাকে ৭-৮ জন ঘিরে রাখে। হামলায় এহতেসাম এর দুই হাত ও পা মারাত্মকভাবে জখম হয়েছে। অপরদিকে দীপুর গাড়িতে হামলার একপর্যায়ে গাড়ি ভেঙ্গে যায়। দৌড়ে মার্কেটে ঢোকার সময় তার পায়ে কোপ লাগে। ব্যক্তিগত ভাবে উভয়েই মামলার প্রস্তুতি নিচ্ছেন। মার্কেট কমিটির পক্ষ থেকেও নিরাপত্তা চেয়ে মামলা করা হবে। প্রতিবাদে আজ দুইটার পর মানবন্ধন্ধন করা হবে। আমরা সবাই একত্রিত। এতে পুরো এলিফেন্ট রোড বন্ধ হয়ে যেতে পারে।
প্রসঙ্গত, শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির বিসিএসের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে (২০২৫-২০২৬) আহতরা নির্বাচিত হন। এদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মোঃ ওয়াহেদুল হাসান দীপু।