ফেনীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে পাঁচ কিশোর আহত হয়েছে। এ ঘটনায় আজাহার হোসেন নিলয় (১৭) নামের এক কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। আটককৃত আসামি আজাহার হোসেন নিলয় ফেনী পৌর এলাকার উত্তর বিরিঞ্চি খোন্দকার বাড়ির বাসিন্দা আজমির হোসেনের ছেলে।
ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন, পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আফছারের ছেলে মো. অমিত হাসান ভুঞা (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), নজরুল ইসলাম তোফায়েলের ছেলে তানবীর (১৮) এবং মো. শাহীনের ছেলে রিজন (১৬)।
আহতরা সবাই মাধ্যমিকের শিক্ষার্থী এবং তারা ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের বাসিন্দা বলে জানান যায়।
আহত একজন জানায়, বিগত সরকারের আমলে ছুরিকাঘাতকারী কিশোরের সঙ্গে আহত একজনের ঝামেলা হয়েছিল। সেটার রেশ ধরে ওই কিশোর কিছুদিন আগে ঝামেলা থাকা কিশোরের ফেসবুক ওয়ালে দেয়া একটা পোস্টে হা হা রিয়েক্ট দেয়। শুক্রবার রাত ৯টার দিকে পশ্চিম সোনাপুর ইসলামিক সেন্টারের সামনে তার সঙ্গে দেখা হলে হা হা রিয়েক্টের কারণ জিজ্ঞেস করলে কিশোর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছুরি নিয়ে আক্রমণ করে পাঁচজনকে আহত করে সে।
স্থানীয় সাইফুদ্দিন লিখন বলেন, ‘এ এলাকার পাঁচজনকে একটি ছেলে ছুরিকাঘাতে আহত করেছে। আমরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। যে ছেলেটি ছুরিকাঘাত করেছে, তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।
ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এ জন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।’