অনলাইনে-অফলাইনে ২৫০টির বেশি ব্র্যান্ডের ৬০০০ এর অধিক গৃহস্থালি ইলেকট্রনিক্স পণ্যের পসরা জমিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান এম.কে. ইলেকট্রনিক্স। দ্রুত ডেলিভারির মাধ্যমে নিজেদের ইকমার্স প্লাটফর্ম থেকে ঘরে বসে অনলাইনে কেনকাটার সুযোগ দেয়ার পাশাপাশি অফলাইনেও যেনো ক্রেতারা কেনার আগে পণ্যগুলো’র এক্সপেরিয়েন্স নিতে পারেন এজন্য চট্টগ্রামের হালিশহরে ১১তম শোরুম উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।
সব ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী এক ছাদের নিচে মিলবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের নতুন প্রজন্মের ব্যাবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান সাজিদ। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি লাভের পর ব্যাবসায়িক প্রসারণের লক্ষ্যে সারাদেশে শোরুম বৃদ্ধির পরিকল্পনা করেছেন তিনি।
তিনি জানিয়েছেন, ৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান খোকন হালিশহর এক্সেস রোডে ১১তম শোরুমের উদ্বোধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক, উদ্ধর্তন কর্মকর্তাগণ ও চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
প্রসঙ্গত, ১৯৮৩ সাল থেকে এম.কে. ইলেকট্রনিক্স বিশ্বের নানান দেশ থেকে আমদানীকৃত অরিজিনাল ইলেকট্রনিক্স পণ্য পরিবেশনার জন্য দেশজুড়ে সমাদৃত। এখন থেকে চট্টগ্রামের জিইসি মোড়ে ইউনুস্কো সিটি সেন্টারের পাশাপাশি হালিশহরেও মিলবে বিশ্বের নামকরা সমস্ত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য। এই উদ্বোধন উপলক্ষ্যে নতুন শো-রুমে সকল পণ্যের উপর আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত চলবে বিশেষ মূল্য ছাড়!