বিনা প্রতিদন্দ্বিতায় ও নিরঙ্কুশ সমর্থনে গঠিত হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালে (জেসিআই) ঢাকা ডায়নামিকের নতুন বোর্ড অফ ডিরেক্টরস। শনিবার রাতে রাজধানীর গুলশানে লেকশোর হাইটসে বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত তাৎক্ষণিক ভোটে গঠিত কমিটিতে ২০২৫ বর্ষের জন্য রাদিবানূর জার্নাস লোকাল প্রেসিডেন্ট এবং লোকাল মহাসচিব নির্বাচিত হয়েছেন মাহিম এজাজ।
প্রথা অনুযায়ী সদস্যদের হাত তুলে প্রদর্শিত সম্মতিতে ১২ সদস্যের এই বোর্ড অব ডিরেক্টরসের সদস্য হয়েছেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ইসতিয়াক এইচ খান এবং অরূপা দত্ত হয়েছেন লোকাল ভাইস প্রেসিডেন্ট। এছাড়ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোঃ মোসাব্বির হোসাইন, কেএম নাকিবুল বারি ও মানস মালিক।
একইভাবে বর্তমান কমিটির রেহনুমা নওরীন প্রেমা কোষাধ্যক্ষ, মাহফুজুল হক আকন্দ লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সিল, সৈয়দ মোঃ ইয়াসিন আলম লোকাল ডিরেক্টর, কানিজ ইসমাত জেরিন এক্সিকিউটিভ অ্যাসিসেটেন্ট টু এলপি এবং মো: জামিউল হাসান লোকাল কমিটি চেয়ার মনোনীত হয়েছেন।

এসময় জেসিআই বাংলাদেশ প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই ঢাকা পাইওনিয়ার-এর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট মো. তাসদীখ হাবীব, জেসিআই ঢাকা প্লাটিনাম প্রেসিডেন্ট আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ঢাকা ডায়নামিকের প্রথম প্রেসিডেন্ট ও মহাসচিবের পরামর্শ নিয়ে চলমান অগ্রগতিকে আরো একধাপ এগিয়ে নিতে আহ্বান জানান কাজী ফাহাদ। অপরদিকে সবাইকে নিয়ে পারিবারিক আবহে পেশাদারিত্বের সঙ্গে জেসিআই সদস্যদের পেশাদার দক্ষতা উন্নয়নে এবং সামজিক উন্নয়নের প্রতিশ্রুতিশীল প্রভাবক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন প্রেসিডেন্ট রাদিবানূর । জেসিআই এর মূলনীতি পাঠ করেন জেসিআই ঢাকা ডায়নামিক সদস্য ডা মারুফ হোসেন ও ফাহমিদা মুন্নি।
এর আগে কৌতুক ও নৃত্য পরিবেশনা শেষে অনুষ্ঠানে সাধারণ সভায় গত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করে তা পাশ করা হয়। পাশাপাশি গত বছরের মাস ভিত্তিক কার্যক্রম তুলে ধরেন মোসাব্বির হোসাইন। ২০২৪ সালের রোল কল করেন বিদায়ী প্রেসিডেন্ট ইসতিয়াক এইচ খান। এসময় সভায় ৭০ শতাংশ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাচন শেষে নিজের গলায় থাকা চেইনটি নতুন প্রেসেডন্টের কাছে হস্তান্তর করেন তিনি।