বাংলাদেশ বিজনেস পার্টনারদের সামনে ‘আসুস অলওয়েজ ইনক্রেডিবল’ ইভেন্টে ৪টি নতুন এআই ল্যাপটপ উন্মোচন করেছে গ্লোবাল ব্রান্ড আসুস। বৃহস্পতিবার আসুস বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় বুধবার গাজীপুরের ভাওয়াল রিসোর্টে পিসিগুলো উন্মোচন করা হয়।
এসময় আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল আনোয়ার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দীন খন্দকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উন্মোচন করা নতুন কোপাইলট প্লাস ল্যাপটপগুলো হলো জেনবুক এস১৪, আসুস প্রোআর্ট পি১৬, আসুস টাফ গেমিং এ১৪ এবং আসুস টাফ গেমিং এ১৬। এর মধ্যে আসুস জেনবুক এস১৪ ল্যাপটপটির মূল্য ২,২৮,০০০ টাকা, আসুস প্রোআর্ট পি১৬-এর মূল্য ৩,১৮,০০০ টাকা, আসুস টাফ গেমিং এ১৪-এর মূল্য ২,৪২,০০০ টাকা এবং আসুস টাফ গেমিং এ১৬-এর মূল্য ২,৭২,০০০ টাকা।
অনুষ্ঠানে আসুস বাংলাদেশ-এর কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ জানান, গেইমার, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রফেশনালদের জন্য এই ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে।

















