বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ গ্রুপ পর্বের শেষ ম্যাচ মঙ্গলবার শ্যমলী ক্লাব মাঠে মুখোমুখি হয়েছিলো বাদশা দ্য কিং ও গ্লোবাল অ্যাভেঞ্জার্স।
ম্যাচে টসে হেরে ব্যাট হাতে বাদশা দ্যা কিং ৬ উইকেট খুইয়ে সংগ্রহ করে ১৫৪ রান। দলের পক্ষে ৪০ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন রাব্বি। এছাড়াও ১২ বলে ঝড়ো গতিতে ২৩ রান তুলে প্রতিপক্ষের দলীয় অধিনায়কের তালুবন্দি হন ইকবাল।
জবাবে দূরন্ত সূচনা করে গ্লোবাল অ্যাভেঞ্জার্স। প্রথম ওভারেই ১৭ রান সংগ্রহ করেন উদ্বোধনী দুই ব্যাটসম্যান পাপন-শাহীন। এদের মধ্যে শাহীন ৫ বল খেলে একাই করেন ১১ রান। এই জুটি সংগ্রহ করেন ১৪৯ রান। ব্যক্তিগত ৪০ রান করে রানআউট হন অনুভব দাস আপন।
ব্যাট হাতে মাত্র ৪১ বলে ১০৬ রান করে গ্লোবাল অ্যাভেঞ্জার্সকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শাহীন। বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয় সর্বোচ্চ স্কোরের ম্যাচ।
মাত্র দুই উইকেট হারিয়ে একাদশ ওভারেই লক্ষ্য অতিক্রম করে গ্লোবাল অ্যাভেঞ্জার্স সংগ্রহ করে ১৫৮ রান।
বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড এর টিম লিডার এস এন এস সাব্বির ফয়সাল এবং বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট হস্তান্তর করেন।
এর আগে সকাল ৮ টায় দিনের প্রথম ম্যাচে অসাধারণ বোলিং নৈপুণ্য প্রদর্শন করে ইনপেইস মাত্র ৫৫ রানে অল আউট করে দেয় টেকল্যান্ড টাইটান্সকে। বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর এই ম্যাচে ৩ উইকেট শিকার করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইনপেইসের আশরাফ ইমন।
পহেলা মার্চ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে সকাল ৮টায় সি.এস.আই ফাইটার্স এর মুখোমুখি হবে জাব্রা প্যানাকাস্ট। তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রেড্রাগন ওয়ারিয়র্স এবং ইনপেইস। ইসেট স্ট্রাইকার্স বনাম গ্লোবাল অ্যাভেঞ্জার্স এর শেষ ম্যাচটি দুপুর ১.৩০ এ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ০২ মার্চ দুপুরে বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.