গত সপ্তাহে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মাইখাইলো ফেডোরোভ গেমিং কোম্পানিগুলোকে রাশিয়া ও বেলারুশ থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে নিয়ান্টিক এই দুটি দেশে পোকেশন গো বন্ধ করার ঘোষণা দিয়েছে। খবর এনগ্যাজেট।
ইতিমধ্যেই ঐ অঞ্চলে পোকেশন গো ডাউনলোড সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ান্টিক। শিগগিরই গেমপ্লেও বন্ধ করে দেয়া হবে।
ইতিমধ্যে বেশ কয়েকটি গেমিং কোম্পানি একই ধরণের সিদ্ধান্ত নিয়েছে। সনি রাশিয়াতে গেমস ও কনসোল উভয়ই বিক্রি বন্ধ করে দিয়েছে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট দেশটিতে তাদের সব ধরণের বিক্রিয় কার্যক্রম বন্ধ করেছে।
গত সপ্তাহে নিনটেন্ডো তাদের ইশপ থেকে ডিজিটাল গেমস বিক্রি বন্ধ করেছে। এর আগে রুবেলসে লেনদেনও বন্ধ করে গেমিং কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি