কয়েক বছর পর ভক্তদের আশ্বস্ত করে‘গ্র্যান্ড থেফট অটো ৬’-এর নির্মাণ কাজ চলছে বলে নিশ্চিত করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘রকস্টার গেমস’। নির্দিষ্ট করেন জানায়নি প্রকাশের নির্দিষ্ট দিন-ক্ষণ। অবশ্য, এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, ২০২৪ বা ২০২৫ নাগাদ বাজারে আসবে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’। তবে জিটিএ সিরিজের নতুন কিস্তির কাহীনি বা প্রেক্ষাপট বিষয়ে কোনো ধারণা মেলেনি।
সময় হলে আরো খবর জানানোর কথা দিয়ে রকস্টার গেমস বলেছে, “জিটিএ ৫-এ অপ্রত্যাশিতভাবে দীর্ঘায়ু হলেও, আমরা জানি যে আপনাদের অনেকেই গ্র্যান্ড থেফট অটো সিরিজে নতুন কিছু চাইছিলেন। প্রতিটি নতুন প্রকল্পেই আমরা আগে যা দিয়েছিলাম সেটি থেকে উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্য থাকে আমাদের।”
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, গেমিং বাজারে সবচেয়ে ব্যবসায় সফল গেমগুলোর অন্যমত‘গ্র্যান্ড থেফট অটো ৫ (জিটিএ ৫)’। সেই ২০১৩ সালের পর থেকেই গেমিং ভক্তরা রোল-প্লেইং অ্যাকশন-অ্যডভেঞ্চার গেমটির সিকুয়েলের প্রত্যাশায় আছেন। এরই মধ্যে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেম এক বিবৃতিতে জানিয়েছে, তারা “এটা নিশ্চিত করতে পেরে আনন্দিত যে গ্র্যান্ড থেফট অটো সিরিজের পরবর্তী কিস্তি নিয়ে পুরোদমে কাজ চলছে।”
জিটিএ ৫ এর পটভূমি গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের অনুকরণে তৈরি কাল্পনিক শহর লস সান্তোসে। ভূমিধস জনপ্রিয়তার কারণে এ বছরেও প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স কনসোলে আসছে গেমটি। এই নিয়ে পর পর তিন প্রজন্মের গেমিং কনসোলে অভিষেক হতে যাচ্ছে জিটিএ ৫-এর।
জিটিএ ৫ বাজারে আসার পর থেকেই গেমটির অনলাইন সংস্করণ নিয়মিত আপডেট করে আসছে রকস্টার। মাঝে ২০১৮ সালে ‘রেড ডেড রিডেম্পশন ২’ মুক্তি দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ওই গেমটিও। তবে সাম্প্রতিক মাসগুলোতে জিটিএ ভক্তদের সমালোচনায় বিপাকে পড়েছিল প্রতিষ্ঠানটি। সিরিজের পুরনো গেমগুলোর ‘রিমাস্টার্ড’ সংস্করণের নানা ত্রুটি নিয়ে খেপেছিলেন গেমাররা।
এমন বাস্তবতায় জিটিএ সিরিজের নতুন গেমের ঘোষণা রকস্টারের জন্য ইতিবাচক খবর বলে মন্তব্য করেছে বিবিসি।