সনি অনেক প্লেস্টেশন৫ বিক্রি করছে। তবে সরবরাহ কম থাকায় চাহিদানুযায়ী বিক্রি এখনও সম্ভবত শুরু হয়নি। কোম্পানিটি জানিয়েছে, ২০২২ সাল জুড়েও চাহিদার তুলনায় পিএস৫ এর ঘাটতি থেকে যাবে। খবর এনগ্যাজেট।
গত ৩১ মার্চ পর্যন্ত সনি ৭৮ লাখ ইউনিট পিএস৫ বিক্রি করেছে। বর্তমান অর্থবছরে কোম্পানিটি এক কোটি ৪৮ লাখ ইউনিট ডিভাইস বিক্রির প্রত্যাশা করছে। সনি জানিয়েছে তাদের এই ডিভাইসের আকাশচুম্বি চাহিদা রয়েছে। ফলে বিক্রি বেশি করার সুযোগ থাকলেও চিপ ও অন্যান্য কম্পোনেন্টের যোগান কম থাকায় কনসোলটির সরবরাহে ঘাটতি আছে।
সেমিকন্ডাক্টরের উপর নির্ভরশীল অন্যান্য খাতের মতোই সনিও এই পরিস্থিতি কবে স্বাভাবিক হতে পারে সেটি বলতে পারেনি।
কনসোল নির্মাতা হিসেবে শুধুমাত্র সনিই যে সরবরাহ সমস্যা পড়েছে এমনটি নয়, গত সপ্তাহে নিনটেন্ডোও তাদের যন্ত্রাংশের ঘাটতির কথা জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি