আর্কেড সেবায় নতুন ৩০টি মোবাইল গেম যুক্ত করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর ফলে প্লাটফর্মটিতে সর্বমোট ১৮০টি গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা। খবর ফোনএরিনা।
নতুন গেমের মধ্যে ‘ফ্যান্টাসিয়ান’ গেমটিও রয়েছে, যেটি ফাইনাল ফ্যান্টাসি গেমের ডেভেলপাররা তৈরি করেছেন। এছাড়া এনবিএ ২কে এবং দ্য অরিগন ট্রেইলের নতুন সংস্করণের পাশাপাশি যুক্ত হয়েছে প্ল্যাটিনাম গেমস ওয়ার্ল্ড অব ডেমনস।
অ্যাপল প্লাটফর্মটিতে গেমের জন্য নতুন দুটি ক্যাটাগরিও যুক্ত করেছে। এগুলো হলো- টাইমলেস ক্ল্যাসিক এবং অ্যাপ স্টোর গ্রেটস। আর্কেড গেমসের অধিকাংশই অ্যাপল টিভি, ম্যাক এবং আইওএসে খেলা গেলেও, এই নতুন দুই ক্যাটাগরির গেম শুধুমাত্র আইফোন ও আইপ্যাডে খেলা যাবে।
অ্যাপল অবশ্য আর্কেডে গেমারদের ব্যয় করা সময় নিয়ে সন্তুষ্ট নয়। এমনকি আর্কেডের জন্য নতুন গেম কেনার চুক্তি বাতিলেরও গুজব শোনা গেছে। তবে আর্কেড নিয়ে অ্যাপল যে মনোযোগী সেটি নতুন ৩০ গেম যুক্ত করার মাধ্যমে প্রতীয়মান হচ্ছে।
ডিবিটেক/বিএমটি