২০২০ সালেও গেমসকম ইন-পারসন অর্থাৎ অংশগ্রহণকারীদের সরাসরি উপস্থিতিতে আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছিলো, তবে বাস্তবায়ন হয়নি। তবে আরেকবার চেষ্টা করার পরিকল্পনা রেখেছে আয়োজকরা। এবার হাইব্রিড তথা সরাসরি উপস্থিতি ও ভার্চুয়াল অংশগ্রহণে গেমসকম ২০২১ আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা।
আয়োজকরা জানিয়েছেন, নতুন গেম পরখ করে দেখার সুযোগ দেয়ার জন্য সীমিত পরিসরে অতিথিদের সরাসরি অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। প্রবেশ হবে নিয়ন্ত্রিত। তবে প্রতিযোগিতার স্থান, ব্যবসায় কর্ণার এবং ডেভেলপারদের জন্য আলাদা সুযোগ থাকছে।
বিশ্বব্যাপী যারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না তারা অনলাইনে বসেই এবারের গেমসকম উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সীমিত পরিসরে হওয়ায় পূর্বের কিছু এক্সিবিটর এবার অংশগ্রহণ করতে পারবেন না। আগামী মে মাসে টিকিট বিক্রি শুরু হবে। আর ২৫ আগস্ট থেকে শুরু হবে চারদিনব্যাপী এই আয়োজন।
ডিবিটেক/বিএমটি