বিসিএস কম্পিউটার সমিতি আয়োজিত আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে লড়েছে টিম ওরাস-সিটিআইটি রোয়ার।
মঙ্গলবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে প্রথমার্ধে সেমিফাইনালে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টিম ওরাস ও আইটি পল্লী মধ্যেকার সেমিফাইনালে জয়লাভ করে টিম ওরাস এবং দ্বিতীয় সেমিফাইনালে এমসিএস সুপার কিংস ও সিটিআইটি রোয়ার এর মধ্যকার খেলায় জয়লাভ করে সিটিআইটি রোয়ার।
দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। ফাইনালে টিম ওরাসের প্রতিদন্ধিতা করেন সিটিআইটি রোয়ার। সিটিআইটি রোয়ার টসে জয়লাভ করেও ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টিম ওরাসকে। টিম ওরাস নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে সিটিআইটি রোয়ার সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে জয়ী দল টিম ওরাস।
আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম। বিশেষ অথিতি ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা কামাল।
বাংলাদেশ কম্পিউটার সমিতি সভাপতি শাহিদ-উল-মুনীরের সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন, বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, বিসিএস ইভেন্ট ম্যানেজমেন্ট উপকমিটির চেয়ারম্যান ইউসুফ আলী শামীম, খেলার আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া।
ফাইনাল ম্যাচে ১৭ বলে ৩৯ করায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আলামিন।
১৪৬ রান করে সবোর্চ্চ রান সংগ্রহকারী আইটি পল্লীর তন্ময়। ম্যান অব দ্য টুর্নামেন্টে হয়েছেন সিটিআইটি রোয়ারের নিশাদ